প্রথমবারের মত সিডনিতে হয়ে গেল দুর্গাপূজা মেলা

প্রথমবারের মত সিডনিতে হয়ে গেল দুর্গাপূজা মেলা

পূরবী পারমিতা বোস:গত ১৪ সেপ্টেম্বর শনিবার সারাদিন ব্যাপী ইউনিটিং চার্চ লাকেম্বায় শারদীয় দূর্গা পুজা মেলা আয়োজন করা হয়।দূর্গাপুজার আনন্দ ও ধুমধামের ধারাবাহিকতা বজায় রাখতে মেলায় ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
মেলার অন্যতম আয়োজক নকঁশি কাঁথার কর্ণধার শান্তুনু বিশ্বাস মেলা সম্পর্কে বলেন, “সিডনিতে বসবাসকারী বাংলাদেশী হিন্দু কমিউনিটি বেশ বড়,তাই তাদের কাছে পূজা উপলক্ষে কেনাকাটার সুযোগ করে দিতে এই আয়োজন।এছাড়াও সিডনিতে বসবাসরত সকল বাংলাদেশীদের জন্য এই মেলা”। ভবিষ্যতে আরো বড় আয়োজনে এই মেলা করার আশা ব্যক্ত করেন তিনি।
খাবার স্টল সহ মোট ১৪ টি নামকরা স্টলে ছিলো শাড়ি, জামা কাপড়, পান্জাবী, জুয়েলারী, জুতা ও ব্যাগ সহ নানান ধরনের সামগ্রী।সারাদিন ব্যাপী লোকজনের আসা যাওয়া ও কেনাকাটা করেছে বলে স্টলহোল্ডারা জানিয়েছেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঙালী নারীর সত্বাধিকারী ওমরানা ইয়াসমীন।শুভেচ্ছা বক্তব্য রাখেন শান্তুনু বিশ্বাস,নির্মাল্য তালুকদার,পূরবী পারমিতা বোস।কবিতা পাঠ করেন আরিফুর রহমান।সংগীত পরিবেশন করেন আয়শা কলি ও যন্ত্রে ছিলেন নামীদ ফারহান।

পূরবী পারমিতা বোস
উপ সম্পাদক
সিডনিবেঙ্গলিসডটকম

সিডনিবাঙালীর পক্ষ থেকে দূর্গা পূজার শুভেচ্ছা