ক্লান্তি

ক্লান্তি

মনের কোনের অন্তরীক্ষে
না বলা ধ্বনি রিনিঝিনি সুরে
গেয়ে যায় তার গন্তব্যহীন মেঠোপথে
দুর্বার এই ঝর্ণাধারা পথহারা
কুল বেকুল মাতোয়ারা
ক্লান্ত পথিকের তৃষ্ণার্ত বিকেল
অপেক্ষায় কেবল একটু বারির
নাম না জানা অসংখ্য ধুলোবালি
পাথরের কণা ছড়িয়ে ছিটিয়ে
আল্পনাকৃত পথ হয়ে অভিবাদন জানাচ্ছে
তবু পথিকের মন ক্লান্ত-নিস্তব্ধ
নিথর-পাথর হয়ে চেয়ে থাকে ঐ
নীল আকাশের আরো উর্দ্ধে সীমানা ছাড়িয়ে
ক্লান্তি কেবলি গ্রাস করে।

মলি সিদ্দিকা (পার্থ, অস্ট্রেলিয়া)