আরশি

আরশি

নারী,তোমাকে কেও ডাকেনি বলে থেমে যেওনা
তোমাকে কেও আবেগে বাধেনি বলে নিজেকে বন্দি করোনা
তোমার সুন্দর মনকে কেও ছুঁয়ে দেখেনি,বলেনি একটিবার তুমি সুন্দর
তাই বলে তুমি কিন্তু ভুলে যেওনা
তোমাকে বলেনি বলেই কি তুমি মিত্থে?
তুমি বাঁচো তোমার জন্যে
তুমি বাঁচো তোমার উত্তরাধিকারের জন্যে
তুমি বাঁচো এই সুন্দর পৃথিবীর জন্যে
তুমি কখনোই ভেবোনা তোমার জীবন অর্থহীন
তোমার জীবন অনেক বড়,আকাশের থেকেও বড়
তোমার করবার অনেক কিছুই আছে
তোমার জীবনের একটা অর্থ আছে
তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন কল্যাণের জন্যে
তুমি সাজবে, খোঁপায় ফুল পরবে
মনের আনন্দে সূর্যস্নান করবে
তা হতে পারে শুধুই তোমার নিজের জন্যে
তোমার মূল্য একবিন্দু কম হয়নি কারণ তুমি অমূল্য
কেও একজন নির্বোধ মানব তোমাকে ছোট করেছে,তাই কি তোমার মাপকাঠি?
তোমাকে বাঁচতে হবে, যেমন করে যুগে যুগে তুমি ছিলে শক্তিমান
তোমার একবিন্দু কিছু কমতি নেই
তুমি এক অনন্যা
যোদ্ধা
মহিয়সী
অপূর্ব তোমার অন্তর আত্মা
তুমি অপরূপা
তুমিই পারো গড়তে II
মলি সিদ্দিকা