আগামী ৪ঠা জানুয়ারী ২০২০, শনিবার বেলা ৬টায় রকডেলের স্টার কাবাব হল রুমে অনুষ্ঠিত হবে একটি নাগরিক স্মরন সভা ও দোয়া মাহফিল। উক্ত স্মরন সভায় সিডনির বাঙালিদের সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজকরা আমন্ত্রণ জানান।
অষ্ট্রেলিয়ায় বাঙালী প্রবাসীদের মাঝে বাংলাদেশ ও বাঙালী সংস্কৃতি নিয়ে নিজেদের ঐতিয্যকে তুলে ধরবার আলোকবর্তিকা এবং বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ ডঃ আব্দুর রাজ্জাক গত ২২ ডিসেম্বর সিডনির নরওয়েস্ট প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
ড. আব্দুর রাজ্জাক ১৯৪৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। অস্ট্রেলিয়া আসার আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষকতা করেছেন। পরে আমেরিকায় আইন বিষয়ে পিএইচডি করেছেন। এরপর তিনি সিডনির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আইন বিভাগে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।