মন।

মন।

উলট পালট পাকা শস্য কাটার ধুম
এক গাল টোল পরা
সখিনার মলে রুমঝুম।

কেমন যেনো সোদা সোদা গন্ধে ভরা
ক্ষেতের চারি ধার
সোনা নয় রুপা নয়
এ যে যমুনা নদীর পার।

এক গোধূলি ভরা যৌবনে লুকিয়ে পরে রাতে
লক্ষ নক্ষত্র সারা রাত অভিসারে মেতে থাকে।
এপার ওপার করে মাঝি ভাই ভাটিয়ালি সুরে
ডাহুকের ডাক শোনা যায় দূর থেকে দূরে।

কুয়াশার সফেদ আঁচল টেনে উঠে রক্তিম রবি,
সবুজের মাঝে আকা বাঁকা পথ সিঁথির সিঁদুরের মত,রবির আলো টকটকে করে
সময় গড়ায় যত ।

সর্ষে ক্ষেতের হলুদ জোয়ারে ঢেউ তোলে মহা রথী,
চঞ্চল চোখ হারিয়ে ফেলে ক্ষণিকের তরে গতি ।

মন পবনে উথাল পাথাল খোঁজে আপনজন
এ যে আমার শীত মৌসুমের রোমাঞ্চিত আয়োজন।
✍

কলম কৃষানী কনক ।