ব্যাঙ্কসটাউন পল কিটিং পার্কের ‘ভালোবাসার বাংলাদেশ’ মেলায় কিশোরসংঘ

ব্যাঙ্কসটাউন পল কিটিং পার্কের ‘ভালোবাসার বাংলাদেশ’ মেলায় কিশোরসংঘ

বাংলাদেশের ফাল্গুনের রঙের সাথে তাল মিলিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শনিবার ,২০২০ ‘ভালোবাসার বাংলাদেশ’ মেলায় সিডনি বাঙালি কমিউনিটি ইনকের উদ্যোগে পরিচালিত সিডনির বুকে জন্ম নেয়া একদল কিশোর-কিশোরীদের নিয়ে কিশোরসংঘ বাংলাদেশের রং, কথা দিয়ে একক, দলগত বিভিন্ন পরিবেশনা দিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে রাখে। তাদের পরিবেশনায় ছিল গান, কবিতা ও নৃত্য। এই কিশোরসংঘের অধিকাংশ ছেলেমেয়েরা প্রতি শনিবার সকাল ৮:৩০মিঃ থেকে সকাল ১০:৩০মিঃ পর্যন্ত সিডনির একমাত্র সরকারি বাংলা ল্যাংগুয়েজ স্কুলে (লিবারপুল সরকারি গার্লস হাই স্কুলে ) হাই স্কুল পর্যায়ে বাংলা শিখতে যাচ্ছে। সোমবার থেকে শুক্রবার অস্ট্রেলিয়ান কারিকুলামে পড়ালেখা, শনিবার বাংলা শিক্ষা,খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনেও অগ্রণী ভূমিকা রাখছে এই দলটি ।

এই দলে ছিল রীডা হক, রায়া খান, সুবাহ কবীর, ফাহমিদা পাঠান, সুবাহ শফিক, সামীর শফিক, সাইফান কবীর, পৃথিবী তাজওয়ার। মেধাবী কিশোর-কিশোরীদেরকে নিয়ে এই দলটির সংগীত পরিচালনায় ছিলেন সীমা আহমেদ। তবলায় সাহায্য করেন সাকিনা আক্তার।অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন পূরবী পারমিতা বোস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম বেগম।
‘ভালোবাসার বাংলাদেশ’ মেলাটি অনুষ্ঠিত হয় ব্যাঙ্কসটাউন পল কিটিং পার্কে এবং আয়োজন করে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ইনক’ .