কান্নার রঙে কি রংধনু হয়না?
কষ্টের চিতায় কি মন পোড়ে না ?
ডুবে যাওয়া স্রোতে কি ভাসা যায়না?
এক চিলতে হাওয়া কি প্রশান্তি আনে না?
ছেড়ে যাওয়া ট্রেনকে বাঁধলে তা কেবল ঝুঁকি বাড়ায়
ভেঙে যাওয়া মনকে যেন আরশি তাড়ায়
যুগল বন্দি ফ্রেমে কেন ধুলো জড়ায়?
চড়কা হাতে দেশি বুননে কি মন জুড়ায়?
কার্নিশ বেয়ে লতা গুলো যায় কোথায়?
মেঝের আল্পনায় আলতা পায়ে কে বেড়ায়?
মন আকাশে ঘুড়ি উড়ে যায় কোন তারায়?
কচুরিপানায় শীষ দিয়ে যায় আর হারায়
যাক যা যাবার যাক সে না হয় এই বেলা
ফিরবে মেঘে কোন সকালে সেই বেলা
রইবে সতেজ সঙ্গে আমেজ আনবে যত মনিমালা
হাসবে পথিক থাকবে শুধু পথ চলা II
২৮ জুন ২০২০