বোবা রাজপথ

বোবা রাজপথ

কখনো নির্বাক নিস্তব্ধ
কিংকর্তব্যবিমূড় এই রাজপথ
এইতো সেদিন সরকারি কন্ট্রাক্টে নতুন পিচ ঢালা
তাকে আবার আরো সৌন্দর্য বর্ধণ
অনেকগুলো দামি বিদেশী গাছের আইল
হলুদ সাদা আল্পনায় পথ নির্দেশ
উঁচু উঁচু স্ট্রিট লাইট
আরো কত কি!

নির্বাক রাজপথ হতবাক
পথিকেরা পায়না দিশা
এদিক ওদিক ছোটে, আর পরে ফাঁদে
বাস এর ড্রাইভার গুলো তেমনি বেপড়োয়া
গাড়ির হর্ণে আকাশ-বাতাস,মানুষ-প্রাণী নাভিশ্বাস
রিক্সাগুলো একপা আগাতেই ভয়ংকর গালি
রাজপথ নীরব সাক্ষি

কত নিরীহ পথিক ট্রাক এর চাপায় অকারণ নীরব প্রস্থান
কে তার হিসাব রাখে আর মনে রাখে ?
এক রাজপথ আপাদমস্তক নীরব নিথর সাক্ষি
বোবা কান্নায় বুক ভারী,হালকা করবার উপায় নেই
চাবুকের আঘাতের ভয়ে বোবা কান্নায় একদিন আগ্নেয়গিরি
পুরো রাজপথ, সঙ্গে সবগুলো বিলাসী গাছ, আর আলপনার ধ্বংসস্তূপ
আর মানুষের পোড়া দেহ বাতাসে ছড়ায় দীর্ঘশ্বাস।

মলি সিদ্দিকা

মলি সিদ্দিকা
২২ আগস্ট ২০২০