একুশে একাডেমী অষ্ট্রেলিয়ার প্রভাতফেরীতে ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া

একুশে একাডেমী অষ্ট্রেলিয়ার প্রভাতফেরীতে ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া

২০ মার্চ ২০২২ রবিবার সিডনী’র এ্যাশফিল্ড পার্ক শহীদ মিনারে একুশে একাডেমী অষ্ট্রেলিয়ার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরীতে অংশ গ্রহণ করে  ভি এ অস (ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া)।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সিডনীর বিভিন্ন সংগঠন এর পরিবেশনায়  সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা ও আলোকচিত্র প্রদর্শনী।
ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া পক্ষ থেকে সাকিনা  আক্তার জানান, এই সংগঠনটি নিরলস আন্তরিকতায় সফলভাবে ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য চর্চাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে। পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও  অগ্রণী ভূমিকা পালন করছে। ভি এ অস এখন অস্ট্রেলিয়ান চ্যারিটি ও নন প্রফিট কাউন্সিলের রেজিস্টার্ডভুক্ত একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান।
একুশে একাডেমির এই আয়োজনকে সাধুবাদ জানাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভি এ অস প্রেসিডেন্ট ডাঃমাহবুবা খানম মুক্তা ও জি এস ডাঃসুরঞ্জনা জেনিফার রহমান।