বাংলা প্রেস ও মিডিয়া এওয়ার্ড ২০২২

বাংলা প্রেস ও মিডিয়া এওয়ার্ড ২০২২

প্রবাসে বাঙালী সাংবাদিকতা-লেখালেখি সহজ কাজ নয়, যারা করেন, তাদের সম্মানিত করাও হয় না। তবে এবার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের Multicultural & Indigenous Media Awards, MIMA কমিটি মাল্টিকালচারাল বিভিন্ন কম্যুনিটির সেইসব সাংবাদিকতা নিয়ে প্যাশনেট ও ‘ধন্যবাদ না পাওয়া’ সাংবাদিকদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। এবার বাংলাদেশী কম্যুনিটির সাংবাদিক ও সংবাদ জগতের সাথে জড়িতদের সম্মাননার এই কাজটিতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার সাংবাদ মাধ্যমের কর্মীদের বৃহত্তর, শ্রদ্ধেয় এবং প্রভাবশালী সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব।
নোমিনেশন নিজেরটা নিজেকেই জমা দিতে হবে যার যে ক্যাটেগরিতে যায় (লেখা ,সংবাদকর্মী , ছবিতোলা এবং অন্যান্য কাজে সম্পৃক্ত ). জমা দেয়ার শেষ তারিখ ১০ জুলাই মধ্যরাত।সংবাদ মাধ্যম ব্যক্তিত্বদের সম্মানিত করার প্রক্রিয়াটির শুরু হয়েছে।
নিচের লিংকে গিয়ে অনলাইনা ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।
https://shaoquett.wufoo.com/forms/m1631kop080q8m3/
এছাড়াও জমা দেয়ার পরে আলাদা ভাবে ইংরেজি কিংবা বাংলা তথ্য সমূহ (ডিজিটাল কপি )নিচের ইমেইলে পাঠাতে হবে নতুবা নমিনেশন প্রসেস বাতিল বলে গণ্য হবে
ইমেইল : bdpressaus@gmail.com
মোহাম্মদ রহমতুল্লাহ, সভাপতি, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব
মোঃ ইকবাল ইউসুফ, সাধারন সম্পাদক, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব

(প্রেস বিজ্ঞপ্তি )