আবারো জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করলো বাংলাদেশ…….

আবারো জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করলো বাংলাদেশ…….

অনলাইন ডেস্ক: ১২ নভেম্বর ২০১৫

এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। এই জয়ে আইসিসি ওয়ানডে র‍্যাংঙ্কিংয়ে একটি পয়েন্ট পেল তারা।

চলতি বছর এনিয়ে দুটি ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় তারা। সর্বশেষ বাংলাদেশ সফরেও ওয়ানডে সিরিজে সব ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। গত বছর নভেম্বরে তাদের ৫-০ ব্যবধান হারায় মাশরাফিরা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৩ ওভার ৩ বলে ২১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ৭৩, ইমরুল ৭৩, মুশফিক ২৮, লিটন ১৭, মাহমুদউল্লাহ ৫২, সাব্বির ১, নাসির ০, মাশরাফি ১৬, আরাফাত ৩*, মুস্তাফিজ ১; পানিয়াঙ্গারা ১০-১-৪৯-১, মুজারাবানি ৪-১-২১-০, জংউই ৯-০-৫০-২, চিগুম্বুরা ৬-০-২৯-০, রাজা ৮-১-৪৮-১, ক্রেমার ১০-০-৫৩-২, ওয়ালার ৩-০-২৪-১)

জিম্বাবুয়ে: ৪৩.৩ ওভারে ২১৫ (চিবাবা ৪, চাকাভা ১৭, আরভিন ২১, উইলিয়ামস ৬৪, চিগুম্বুরা ৪৫, ওয়ালার ৩২, রাজা ৯, জংউই ১১, ক্রেমার ৫*, পানিয়াঙ্গারা ৩, মুজারাবানি ০; মুস্তাফিজ ৮-০-৩৪-৫, মাশরাফি ৯-০-৪০-১, নাসির ৭-০-৩৬-১, আল আমিন ৮-০-৪৪-১, আরাফাত ৯.৩-০-৪৭-১, সাব্বির ২-০-১২-১)

ফল: বাংলাদেশ ৬১ রানে জয়ী।

ম্যাচ সেরা: তামিম ইকবাল