অনলাইন ডেস্ক: ইংল্যান্ড সিরিজের পর টাইগারদের পরের সিরিজ নিউজিল্যান্ডে। ভিন্ন কন্ডিশনে স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডকে সামলানো কঠিন হবে মাশরাফিদের। তাই নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।
কোচ হাথুরুসিংহের চাওয়াতেই বিসিবি নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। আসছে ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড সফরের ঠিক আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। শুধু ক্যাম্প নয়, সিডনিতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজরা।
হাথুরুসিংহে কিছুদিন আগে ছুটিতে গিয়েই সিডনির দুটো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার আলোচনা সেরে এসেছেন। হাথুরুসিংহে ঢাকায় এসেই বিসিবির কাছে প্রস্তাব দেওয়ার পর, বিসিবি তাতে পুরোপুরি সম্মতি দিয়েছে।
সিডনিতে একটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনির দুই ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্স। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একমাত্র এক দিনের প্রস্তুতি ম্যাচটি বিবিএলের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের সঙ্গে ১৪ ডিসেম্বর। এ ম্যাচটি হবে থান্ডার্সের হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়ায় এ প্রস্তুতি ম্যাচ দুটো খেলে বাংলাদেশ দলের নিউজিল্যান্ডে পা রাখার কথা ১৮ ডিসেম্বর। এর আগে ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। (সূত্র:বাংলাট্রিবিউন )