অনলাইন ডেস্কঃ আচমকা হাঙর লাফ দিয়ে উঠে পড়ল নৌকায়৷ বিশাল চেহারা আর ধারালো দাঁতের সারি দেখে মনে হয়েছিল মরার বেশি দেরি নেই৷ ততক্ষণে গ্রেট হোয়াইট শার্কটা কামড়ে দিয়েছে হাতে৷ এমনই বলতে গিয়ে কেঁপে উঠছে অস্ট্রেলীয় মৎস্যজীবী সেলউড৷ ঘটনা, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইভান্স হেড নামক স্থানের৷
সেলউড নামে ওই মৎস্যজীবী রোজকার মতো সাগরে মাঝ ধরতে গিয়েছিলেন৷ এমন সময় প্রায় ২০০ কেজি ওজন গ্রেট হোয়াইট শার্কটার৷ তার দাপাদাপিতে মাঝ সাগরে তখন টালমাটাল নৌকা৷ প্রায় সাড়ে ১৬ ফুট লম্বা সেটা। নৌকার মধ্যে লাফিয়ে পড়ে লাফালাফি করতে শুরু করেছে গ্রেট হোয়াইট শার্ক ৷
কোনরকমে রেডিও মেসেজ পাঠিয়ে বিপদ বার্তা দেন৷ তাঁর পাঠানো বার্তায় (এসওএস) পেয়ে মেরিন রেসকিউ টিম উদ্ধার অভিযান শুরু করে৷ যতক্ষণে তারা ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে হাঙরের হামলায় রক্তারক্তি কাণ্ড৷ অবশেষে সেটাকে বাগে আনা হয়েছে৷ বেঁচে গিয়েছেন সেলউড৷