দুঃসাহসিক বললেও কম বলা হবে। খাঁচা ভর্তি কুমির। মা কুমির, বাবা কুমির, সাবক কুমির। পুরো খাঁচাটাই কুমিরে গিজগিজ করছে। লোহার তারের ব্যারিকেডের বাইরে দুহাতে গ্লাভস পরে দাঁড়িয়ে সাহসী এক কর্মী। এক হাত দিয়ে কুমিরের মাথায় হাত বোলাচ্ছেন, আর অন্য হাতে কুমিরের জন্য খাবার ধরে রেখেছেন। খেলতে খেলতেই জ্যান্ত ইঁদুর পুরে দিচ্ছেন কুমিরের মুখে। চোখ জোড়া বড় বড় করে সবাই দেখছে এই দৃশ্য। হঠাৎ বিপত্তি। সাবক কুমির কামড়ে ধরলে গ্লাভস পরিহিত হাত। তারপর কী হল, দেখুন সেই রোমহর্ষক ভিডিও-