পাপুয়া নিউগিনির দুর্গম পাহাড়ে আটকে পড়া এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম সফলভাবে উদ্ধার হয়েছে। গণমাধ্যমকে মুসা ইব্রাহীমের স্ত্রী উম্মে সরাবন তহুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ জুন রোববার সকালে ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের উদ্যোগে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়।
ইন্দোনেশিয়ার ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সেটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে বড় বিপদে পড়ে যান বাংলাদেশি এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতীয় দুই সহ-আরোহীসহ বেজ ক্যাম্পে চারদিন ধরে আটকা ছিলেন তারা। সঙ্গে থাকা খাবারও শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন তারা।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে লিখেছিলেন, মুসা ইব্রাহীমের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বিপদে আছেন। এবং তাকে উদ্ধার করা জন্য হেলিকপ্টার প্রস্তুত আছে।
উল্লেখ্য, মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে ১৫ জুন বৃহস্পতিবার থেকে সেখানে আটকা ছিলেন মুসা ইব্রাহীমসহ তার দুই সহযোগী আরোহী। প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতীয় দুই সহ-আরোহীসহ বেজ ক্যাম্পে চারদিন ধরে আটকা ছিলেন তিনি। সঙ্গে থাকা খাবারও শেষ হয়ে যায়।পরে এ বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।