অস্ট্রেলিয়ায় বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

অস্ট্রেলিয়ায় বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

নাইম আবদুল্লাহ:বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তহবিল সংগ্রহের জন্য এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে অস্ট্রেলিয়ার ‘মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তহবিল সংগ্রহের জন্য এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে অস্ট্রেলিয়ার ‘মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’।
স্থানীয় সময় রোববার দুপুরে সিডনির মিন্টু এলাকায় ওয়েলফেয়ার সেন্টারের নিজস্ব প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ সভাপতি আবদুল জলিল বলেন, “আজকের সংগৃহীত অর্থ যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বন্যায় কবলিত মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়া হবে
ক্যাম্বেলটাউন এলাকার স্থানীয় স্টেট এমপি এনালগ চেটাভগং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর বেন গিলহলম ও কাউন্সিলর রে মানোটো ওই অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রর্পাটি কেয়ারটেকার, মাই রিয়িলাটি, সেঞ্চুরি ২১, লিংকার্স রিয়েল স্টেট, টুকিটাকি গ্রোসারিজ, স্কাই ট্রাভেল সেন্টারসহ কমিনিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইতোপূর্বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও অনুষ্ঠান আয়োজন করে তহবিল সংগ্রহের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছে।