আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমর্থনে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে প্রস্তাব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমর্থনে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে প্রস্তাব

নিজের নির্বাচনী এলাকা   যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  অনুষ্ঠানের প্রসার প্রতিটি মাতৃভাষা সংরক্ষণে স্থানীয়  লাইব্রেরীতে “একুশে কর্নার” প্রতিষ্ঠার আহবান জানিয়ে নিউ সাউথ  ওয়েলস পার্লামেন্টে প্রস্তাব  আনছেন বাংলাদেশী অধ্যূষিত  সাবারব ম্যাক্যুরী ফিল্ডের ফিল্ডের স্টেট এমপি আনুলক চান্তিভংগ।আগামী ১৫ মার্চ বিকাল চারটায় এই প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। আজ স্থানীয় সময় বিকাল চারটায় তার নিজস্ব অফিসে এম এলসি মুভমেন্টের  প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময় সভায়   এ  তথ্য জানান।  এই  সময় আনুলক চান্তিভংগ এমপি,  বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষার করতে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে  এম এলসি মুভমেন্টের   বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রংশসা করেন।

মতবিনিময় সভায়   স্থানীয় কাউন্সিলর  মাসুদ চৌধুরী ছাড়াও এম এলসি মুভমেন্টের  পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারপারসন নির্মল পাল, সংগঠনটির  নির্বাহী পরিচালক  বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এনাম হক,   পরিচালক হোসাইন মহসিন,  টিম লিডার আজাদ আবুল কালাম। (বাংলাকথা ডট কম )