সূর্য দীঘল পথে যেতে যেতে ভুলেই গিয়েছি
খুব কাছেই রয়ে গেছে অমানিশার কুহক
এভাবেই ক্রমশঃ দুরে সরে গেছে পৃথিবী
দুরে সরে সরে গেছে নিবিড় বন্ধন
কতো কি যে বলিনি,
যতোটা অনুনয় করার ছিল, করেছি –
ততোবেশী দুরে সরে গেছো স্বেচ্ছায়
দূরত্বের দৈর্ঘ্য বেড়ে বেড়ে ছুঁয়েছে আকাশ।
অর্বাচীন বেদনায় পুড়তে থাকা এই আমি
তবুও মায়ার প্রদীপ জ্বালিয়ে, প্রতীক্ষায় রয়েছি
ফিরিয়ে দিয়েছি সব আহবান, উপেক্ষার দৃষ্টি মেলে-
সবকিছু নিঃশেষ হলে
ফিরে এসো প্রাঙ্গণে আমার…
অগুনতি অভিমান আর অবজ্ঞা মুছে ফেলে,
স্পন্দনে মিশে থাকা এই তোমাকেই
আলিঙ্গনে জড়িয়ে নেবো অতৃপ্ত তৃষ্ণায়। জানিনি,
অলক্ষ্যে সঞ্চিত ছিলো কিছু অবিনশ্বর বিশ্বাস!