জেনে রেখো তোমরা যারা সন্দিহান ছিলে
তোমরা বোঝোনি তাকে
তবু সে চলেছে তার নিজ পথ এ
ওই উজ্জ্বল নক্ষত্রকে সঙ্গী করে সে চলেছে একাগ্র চিত্তে
তুমি বোঝোনি তার আর্জি
তুমি কাটাওনি একটি বেলা কিংবা একটুখানি থেমে চলা
তবুও সে ওই নক্ষত্রটিকে সঙ্গী করে চলেছে দিক বেলা
তার অন্তরের সুগন্ধি তোমার দেয়াল ভেদ করে পৌঁছেনি
তার মিষ্টি কোমল কণ্ঠের ধ্বনি তোমাকে স্পর্শ করেনি
তুমি চলেছো গন্তব্যহীন অদেখার মিষ্ট রথ এ
আবার তুমি ফিরে চেয়েছো একটু দূরে
অপেক্ষায় বসে থাকা সুন্দর বিকেল আর এক কাপ চা
তোমার আচমকা পদধ্বনি কিংবা একটু ঘোর দেয় নতুন সকাল II