সিডনি বাংলাদেশী কমিউনিটির বৈশাখী উৎসব !

সিডনি বাংলাদেশী কমিউনিটির বৈশাখী উৎসব !

সিডনি বাংলাদেশী কমিউনিটি গত বছরের মত আকিধারায়,  গত রবিবার ৩ মে, ইংগেলবার্ন লাইব্রেরি সংলগ্ন হালিনান পার্কে এক বৈশাখী উৎসব এর আয়োজন করে । আবাহাওার প্রতিকুলতা থাকা সত্ত্বেও সিডনি শহরের বিভিন্ন প্রান্ত থেকে আনেকে আকত্রিত হয়েছিলেন বর্ষবরণ । পোশাকে-আশাকে, সাজ-সজ্জায়, ভোজে-আড্ডায় এই দিনটিতে ষোলো আনা বাঙালিয়ানায় মেতে উঠে ।

১৪২২ বাংলা নববর্ষের বৈশাখী মেলাতে বাঙালী সংস্কৃতির সাথে তাল মিলিয়ে লাল সাদা শাড়ি, পাঙ্গাবি ও নানা রঙের বাহারি সাজসজ্জা পরিলক্ষিত হয়।

কিশলয় কচিকাচার ছুট বন্ধুরা অসাধারন গান ও নাচের পরিবেশনা করে সবাইকে মুগ্ধ করে । ধারাবাহিকভাবে নাজমুল খান এর পরিচালনায় আরেকদল শিশু আবৃতি ও গান পরিবেশন করে । পাশাপাশি চলে জাল মুড়ি, গুগ্নি, চালতার আচার ও পদ্মার ইলিশ , ভাত ও ভর্তা ।

শেষপর্বে ছিল কেম্বেলটাউন এলাকার অতি পরিচিতি শাহিন খন্দকার এর আবৃতি, সীমা আহমেদ এর দেশের গান, মুক্তি্যুদ্ধা জনাব তরুন এবং নাজমুল খান এর আধুনিক গান এর পরিবেশন !

খাবার এর স্টল থেকে নেপালের ভুমিকম্পে আহতদের সাহায্যে  $৬০০.২০ পরিমান অর্থ জমা হয় এবং ওক্সফাম অস্ট্রেলিয়ার মাধ্যমে সরাসরি জমা দেয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে সেলিমা বেগম, উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী বৎসর এপ্রিল এর ৩য় সপ্তাহে আবারও বর্ষবরণ উৎযাপন করার অঙ্গিকার করেন ।