অনলাইন ডেস্ক, ৮ ই জুন ২০১৫
বিশ্ব ক্রিকেটেই ভারতের একটা আলাদা জায়গা আছে। ক্রিকেট বাণিজ্যের এই যুগে ভারতের সাথে ভাল কিছু করা মানেই আলাদাভাবে সারা পৃথিবীর নজর কাড়া। খুলে যেতে পারে আইপিএলের দ্বারও। সঙ্গত কারণেই ভারতের বিপক্ষে ভাল কিছু করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ দল।
তবে বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে অবশ্য ভারতের বিপক্ষে খেলাকে আলাদা প্রেরণা মানতে নারাজ। দেশের হয়ে খেলার চেয়ে বড় প্রেরণার আর কিছু নেই বলেই মনে করেন তিনি।
এ ব্যাপারে হাতুরু বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা প্রেরণা কিনা? আরে দেশের হয়ে খেলাটাই তো সবচেয়ে বড় প্রেরণা হওয়া উচিত। সেটাও যদি কাউকে উজ্জীবিত করতে না পারে,ক্রিকেট না খেলে তার উচিত রাস্তায় গিয়ে বাস চালানো।’
সত্যিই তো! দেশের হয়ে খেলা, সারা বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করার সুযোগ পাওয়া! এর চেয়ে বড় প্রেরণা আর কিই বা হতে পারে?
সূত্রঃ প্রথম আলো, ৮ জুন ২০১৫