সিডনীতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজাদে মৃত্যুতে স্মরণ সভা

সিডনীতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজাদে মৃত্যুতে স্মরণ সভা

সিডনীতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজাদে মৃত্যুতে স্মরণ সভাসিডনীতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজাদে মৃত্যুতে স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি’ নুরুল আজাদের মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর বর্তমান সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পি এস চুন্নু পরিচালনায় অনুষ্ঠান আয়োজিত হয় সিডনীর কস্তূরী ফাংশন সেন্টারে গত ৩রা অক্টোবর সোমবার সন্ধ্যায়। শুরুতে নুরুল আজাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আবু কাইয়ুম।

স্মরণ সভায় নুরুল আজাদের কর্মজীবন ও সিডনি প্রবাসী কমিউনিটিতে তার অবদান নিয়ে স্মৃতি চারণ করেন লুতফুর রহমান শাওন, রবিন বনিক, আকিদুল ইসলাম, হারুন আজাদ, ফারুক আহমেদ, একেএম ফজলুল হক শফিক, গিয়াস উদ্দিন মোল্লা, ডঃ মাসুদুল হক, লরেন্স ব্যারেল, আব্দুল হান্নান, ডঃ তানবির আবীর সহ আরও অনেকে।

স্মরণ সভায় আলোচকরা সিডনি প্রবাসী কমিউনিটিতে নুরুল আজাদের অবদানের কথা স্মরণ করে বলেন, নুরুল আজাদ অস্ট্রেলিয়া আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি’ হলেও তিনি শুধু দলের জন্য কাজ না করে সমগ্র কমিউনিটির সেবার নিয়োজিত ছিলেন। তিনি একাধারে সফল বাবসায়ি, ক্রীড়া সংগঠক, এবং সমাজ সেবক। অস্ট্রেলিয়া থাকা কালীন সময়ে তিনি বাংলাদেশী কমিউনিটির উন্নয়নের জন্য সবাইকে সব ধরণের সাহায্য করে গেছেন। আলোচক ও আয়োজকরা প্রতি বছর নুরুল আজাদের স্মরণে স্মরণ সভা করার আহবান ব্যক্ত করেন।