তানিম হায়াত খান রাজিতের কণ্ঠে ‘ফুল কেন ফুটে ‘

তানিম হায়াত খান রাজিতের কণ্ঠে ‘ফুল কেন ফুটে ‘

চল্লিশ বছর আগে, ১৯৭৮ সালে, ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী, তানিম হায়াত খান রাজিতের মা শ্রদ্ধেয়া ফওজিয়া ইয়াসমীনের জন্য সুর করেছিলেন কিংবদন্তি শিল্পী, সুরকার প্রয়াত লাকী আখন্দ। জনাব নূরুল হুদা’র লেখা ‘ফুল কেন ফুটে’ গানটি বিভিন্ন কারণে রেকর্ড করা হয়ে উঠেনি শিল্পী ফওজিয়া ইয়াসমীনের। এবার শিল্পী ফওজিয়া ইয়াসমীনের ছেলে সরোদ শিল্পী রাজিত অফিশিয়ালী সেই অপ্রকাশিত গান নিজের ভয়েসে প্রকাশ করেছেন avspace এর ইউটিউব চ্যানেল থেকে। গানটি অবমুক্ত হল ২১ এপ্রিল, শ্রদ্ধেয় লাকী আখন্দের প্রথম প্রয়াণ দিবসে – A tribute to Lucky Akhond.

মূল শিল্পী – ফওজিয়া ইয়াসমীন
সুর – লাকী আখন্দ
লিরিক. – নুরুল হুদা
কাভার – তানিম হায়াত খান রাজিত
সঙ্গীত – এজাজ ফারাহ
যন্ত্রশিল্পী -রাহিন হায়দার (স্যাক্সোফোন )
গিটার- ফাহাদ ফাহিম
কন্ঠ ধারণ – রুবাই
মিক্স-মাস্টার -রেজওয়ান সাজ্জাদ