সিডনি এয়ারর্পোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহত করবে বিএনপি অস্ট্রেলিয়া।

সিডনি এয়ারর্পোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহত করবে বিএনপি অস্ট্রেলিয়া।

 প্রেস রিলিজ:বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে অবৈধ ভাবে জেলে রেখে স্বৈরাচার খেতাবপ্রাপ্ত ক্ষমতা দখলকারী হাসিনা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল সামিট অব উইমেন অনুষ্ঠানে অংশগ্রহণ নারী জাতিকে কলংক করবে তাই অস্ট্রেলিয়ায় প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাইবোনদেরকে আহবান জানাচ্ছি। বাংলাদেশের গণতন্ত্র গুম খুন মানুষের ভোটারধিকার হরণ এবং প্রবাসীদের অর্থ ব্যাংক লুটপাটের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আহবান জানাচ্ছি।

যৌথ বিবৃতি প্রদানকারী আরও নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ সভাপতি হাবিব মোহাম্মদ জকি,সহ সভাপতি মোঃমোবারক হোসেন,ডক্টর মোহাম্মদ আলী মনি,আবুল কালাম আজাদ,আখলাকুর রহমান,বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারেক,যুগ্ম সাধারন সম্পাদক কেএম আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃনাসিম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএনএম মাসুম, নিউসাউথওয়েলস বিএনপির সভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম,বিএনপির কোষাধ্যক্ষ মোঃকামরুল হাসান আজাদ,যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, সাধারন সম্পাদক মোঃখাইরুল কবির পিন্টু,দপ্তর সম্পাদক আব্দুস শামাদ শিবলু,প্রচার সম্পাদক মোঃআবুল কাশেম,সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মৌহাইমেন খান মিশু, নিউ সাউথওয়েলস বিএনপির সাধারন সম্পাদক অনুপ আন্তনী গোমেজ, বিএনপির সহ সাধারন সম্পাদক মোঃজসিম উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জেবল হক জাবেদ, ঢাকা মহানগর উওর যুবদলের সহ সাধারন সম্পাদক মোঃজাকির হোসেন রাজু,স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোহাম্মদ জুম্মান হোসেন,সাইমুম বিন শামস,মোঃজুবাইল হক,মোঃ শফিকুল ইসলাম রিপন,মোঃনজরুল ইসলাম,আব্দুল মজিদ,আনিসুর রহমান,মোঃ মতিউর রহমান,আরমান হোসেন ভূঁইঞা,মোঃশাহাবুর রহমান,মোঃরিপন মিয়া,মোঃফারুক হোসেন,তানবির আহম্মেদ খান,মোঃআব্দুল করিম,মোঃআব্দুস সালাম মিয়া,মোঃ হাবিব মিয়া।