গত ২৪শে নভেম্বর সিডনির গ্রানভিলস্থ হলে অস্ট্রেলিয়ান ফিজিয়ান কম্যনিটির বড় মিডিয়া সংগঠন ‘নবতরঙ্গ’ মাল্টিকালচারাল অস্ট্রেলিয়ায় দীর্ঘ অবদান রাখার জন্য সম্মানিত করেছে ১২টি সংগঠনকে । একুশে একাডেমীর ২১ বছরের পথ চলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৌধ তৈরি এবং ২১ বছর ধরে অস্ট্রেলিয়ার ‘অমর একুশে বইমেলা’ পরিচালিত করার এই নিরলস কাজকে তারা সম্মানিত করেছে। একুশে একাডেমী দীর্ঘ ২১ বছর ধরে এই প্রবাসী বাংলা কম্যুনিটির জন্য কাজ করেছে এবং বর্তমানে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সামাজিক সাংস্কৃতিক সংগঠন। একুশে একাডেমী কখনোই পুরস্কারের জন্য কাজ করেনি, শুধু ক্রমাগত একাগ্রতায় এই প্রবাসী বাঙ্গালি সমাজ বিনির্মানে কাজ করেছে এই একাডেমির সব সভ্যরা।
সহকর্মীদের পক্ষ্য থেকে সম্মাননা গ্রহন করেন বর্তমান সভাপতি, দীর্ঘদিনের একাডেমি সভ্য ডঃ স্বপন পাল, ও সহ-সভাপতি নোমান শামিম। সম্মাননা প্রদান করেন ফেডারেল এমপি মিশেল রোল্যান্ড, সাথে ছিলেন হ্যারিস ভেলজি ও আয়েশা আমজাদ।