দুর্বোধ্য

দুর্বোধ্য

দুর্বোধ্য এই সর্বশ্রেষ্ঠ মানবকূল
হিংসা, লোভ, শ্রেষ্ঠত্ব আর নিষ্ঠুরতাই তার মুকুট
সময় কি হয়নি ফিরে তাকাবার?
খোলস থেকে বেরিয়ে এসে আর একবার প্রানভরে নিশ্বাস নেবার?
দলাদলি, ভেদাভেদ আর বাঁকা চোখের চাবুক, সঙ্গে ব্যাঙ্গাত্মক অট্টহাসি;
এতেই শেষ নয়, শ্রেষ্ঠ মানুষ আরো শ্রেষ্ঠত্ব নিয়ে আসে তার অত্যাধুনিক অস্ত্রসাজীতে
প্লেস্টেশন এর খেলায় আজ বীর সন্তানেরা বাড়ে
নেই কোথাও স্বস্তি একদণ্ড-একমুহূর্ত একটু নীরবতা,
ঘৃণার লাঙ্গল ছেড়ে আজ ভালোবাসার বীজ বুনো
চেতনে আসো আর ভালোবাসো
তোমার জন্ম হয়েছিল ভালবাসবার জন্যে, ঘৃণার জন্যে নয় I

মলি সিদ্দিকা (পার্থ,অস্ট্রলিয়া)