কেন যে মা তোমার মুখে এত মধু
মিষ্টি মধুর নামে ডেকেছো মা
গিয়েছে প্রাণ ভরে
আর কেও কি ডাকে অমনি করে?
যাবো কোথায় পাবো কি সেই
এমন বারি-ঝর্ণা সুধা
মাগো আমার মিষ্টি তুমি
তোমার পায়ের চরণ ধূলি
তোমার চুমু তোমার আদর
দেয় যে আমায় বাঁচার সাহস
মাগো তুমি দিলে ফাঁকি
কাকে এবার মা বলে ডাকি
তোমার হাতের একটু ছোঁয়া
দিতো আমায় সজীবতা
মাগো আমার তুমি কোথায়
এক মুহূর্তে হলে উধাও
ভাবি আমি সবই মিছে
এইতো তুমি আমার কাছে
জানবে না কেও কেমন ব্যাথা
চলছে আমার জীবন-চাকা
নেই কেউ আর আমার পাশে
চলছে তবু জীবন বুঝে।