মামুন বদরুদ্দোজা পলাশ:গত ২০শে ২০১৯ উইন্ডহ্যাম কমিউনিটি হলে ( ৬০ অনার এভিনিউ উইন্ডহ্যাম ভেইল VIC ৩০২৪ ) অনুষ্টিত হয় ভিক্টোরিয়া রাজ্যের ক্ষমতাসীন অস্ট্রেলিয়ান লেবার পার্টি ALP-Truganina শাখার এজিএম | আর এই এজিএম-এ ALP-Truganina শাখার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত মিলিয়া মোর্শেদ মোম | বাংলাদেশিদের মধ্যে মিলিয়া মোর্শেদ মোম-ই প্রথম মহিলা যিনি অস্ট্রেলিয়ার বড়ো কোনো রাজনৈতিক দলের শাখা পর্যায়ে সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছে |
মোম বাংলাদেশের IUB তে BBA পড়াশুনা শেষ করে গ্রামীণ ফোনের কাস্টমার ম্যানেজার হিসাবে কর্মরত ছিল | মোম এবং রুশ দম্পতি ২০১০ সাল থেকে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছে | বর্তমানে Aged care সেক্টরে কর্মরত আছে | ভিক্টোরিয়া রাজ্যের জিলং শহরে থাকা অবস্থায় ২০১২ থেকে লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত মোম-রুশো দম্পতি | প্রথমে লেবার পার্টির সদস্য গ্রহণ করে ALP-Highton শাখায় | তারপর থেকেই মোম-রুশো দম্পতি সক্রিয় অস্ট্রেলিয়ার রাজনীতিতে | বিভিন্ন সময়ে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার ফেডারেল ও স্টেট নির্বাচনে লেবার পার্টির ক্যাম্পেইন-এ সক্রিয় থেকেছে | তাছাড়া লেবার পার্টির দলীয় বিভিন্ন কর্মকান্ডে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বিগত বছরগুলোতে | লেবার পার্টির বিভিন্ন জনমুখী পলিসি ও কর্মকান্ডের একনিষ্ঠ সমর্থক মিলিয়া মোর্শেদ মোম | লেবার পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রিয়মুখ এই মোম-রুশো | এছাড়া সাবকন্টিনেন্টাল ফ্রেন্ডস অফ লেবার (SCFOL VIC)-এর সক্রিয় সদস্য মোম-রুশো দম্পতি |
মোমের এই অর্জন মেলবোর্নের বাংলাদেশী হিসাবে আনন্দের বিষয় এবং অনেক বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার জাতীয় পর্যায়ের রাজনীতিতে অংশ নেয়ার আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা যায় |