বৃষ্টির পূর্ভাবাস থাকায় “ফাগুন হাওয়া” মেলা ১৪ই মার্চে হবে !

বৃষ্টির পূর্ভাবাস থাকায় “ফাগুন হাওয়া” মেলা ১৪ই মার্চে হবে !

“ফাগুন হাওয়া” মেলার কর্ণধার তিশা তানিয়া আজ সকালে তার ফেইসবুক স্ট্যাটাসে ফাগুন হওয়ার তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সিডনিবাসীর উদ্দেশ্যে। বৃষ্টির পূর্ভাবাস থাকায় মেলার তারিখ ৭ ই মার্চের পরিবর্তে ১৪ই মার্চে পূর্বষোষিত স্থানেই হবে বলে জানান।বার বার মেলার তারিখ পরিবর্তনের কারণে তিনি দুঃখ প্রকাশ করে করেন সিডনিবাসীর কাছে। তার স্ট্যাটাসটি নিম্নরূপ
“প্রিয় সিডনিবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ৭ই মার্চ আবহাওয়ার পূর্বাভাসে আবারো প্রচন্ড বৃষ্টি দেখানোর কারণে আমাদের অনিচ্ছাসত্ত্বেও মেলার তারিখ পরিবর্তন করে ১৪ই মার্চ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।গতকাল থেকে আবহাওয়ার অবস্থা খারাপ হচ্ছে অথই বৃষ্টি।
আমাদের মেলার সবকিছুই ঠিক আছে। কোন কিছুর পরিবর্তন হয়নি শুধুমাত্র তারিখ পরিবর্তন করা হচ্ছে।
আমাদের এই ফাগুন হাওয়া মেলা উপলক্ষে যে আপুরা শাড়ি কিনেছেন, গহনা কিনেছেন তাদের মন খারাপ করার কিছুই নেই।আপনাদের যাতে আমরা সুন্দর একটি ফাল্গুনের মেলা উপহার দিতে পারি এ কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেকেই কাজ থেকে ছুটি নিয়েছেন এই মেলা উপলক্ষে। আমরা গভীর ভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের এই অপারগতার জন্য।
আপনাদের সবাইকে আবারও ১৪ ই মার্চ “ফাগুন হাওয়া “মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।
14 th March Saturday . At Wiley park”