দেশি নয় কেন ?

দেশি নয় কেন ?

 রবিন খান :বাংলাদেশি হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর ড্রেস আর শাড়ি প্রীতি কেন? আমাদের দেশের কি কোনো ভালো শাড়ি  নেই ? থ্রি পিস  নেই ?
থাকলেও কেন আমরা ভিন দেশের শাড়ি আর থ্রি পিসির প্রতি এত আকৃষ্ট ?
কোনো পার্টি বা অনুষ্ঠান থাকলেই আমরা সবাই পার্শ্ববর্তী দেশগুলোর শাড়ি, লেহেঙ্গা আর থ্রি পিস পরে ঘুরে বেড়াই। কেন আমাদের দেশের জামদানি, মসলিন, মনিপুরী, টাঙ্গাইলের শাড়ি কি হারিয়ে গেছে ? নাকি দাম কম বলে প্রেস্টিজে লাগে ?  কোয়ালিটিতে আমাদের দেশের শাড়ি কোনো অংশেই কম না।  কালার আর ডিজাইনের বৈচিত্রের সমারোহে ভরপুর। তবুও আমরা শুধু পহেলা বৈশাখ,  পহেলা ফাল্গুন, একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস আর বিজয় দিবস, শুধু এই দিনগুলোতেই আমাদের দেশপ্রেম দেখাতে হবে কেন?
কেন আমরা আমাদের দেশি পণ্যকে তুলে ধরতে পারি না? কেন আমরা ব্যর্থ ? এই প্রশ্ন আপনাদের সবার কাছে।