অন্ধ বেশে

অন্ধ বেশে

যাঁতার কলে পিষ্ট হয়ে
ভাবছ তুমি গেলে ডলে?

না না ভাই একদমই না, একদমই না
রেলের তলায়, বাসের চাপায়-পায়ের দলায়
ফাঁক-ফোঁকরে গেলে বেঁচে
সঙ্গীরা সব অবাক কি যে!

যাচ্ছো তুমি অন্ধ বেশে
ভাবছে তারা পায় আর কিসে
বুদ্ধু-গবেট লাখে লাখে
তেলে মাথায় অঙ্ক কষে

চোখ মেলে যেই একটু বসে
ভাবছো যখন একটু হেসে
ভিড় করে সব লাখে লাখে
ডুব সাঁতারের প্যাঁচে মরেI

মলি সিদ্দিকা

২১/৭/২০