বিজয় মানে ঘুম ভেঙে ওই শীতল হাওয়ায় নাওয়া
বিজয় মানে রোজ দুপুরে মাছ-ভাত আর গাওয়া
বিজয় মানে নির্ভয়ে আজ যেদিক খুশি যাওয়া
বিজয় মানে মায়ের দেয়া নকশি কাঁথায় ঘুমিয়ে পরা
বিজয় মানে আর কিছু নয় একটু ভালো থাকা
বিজয় মানে তোমার-আমার শ্রদ্ধাভরা নিরেট চাওয়া
বিজয় আসে বারে বারে,ভিন্ন রূপে ভিন্ন তরে
বিজয় থাকে মনের মাঝে,অন্তরে আর ঊর্ধ্বাকাশে
বিজয় এলো শান্ত পায়ে-শক্ত হাতে,থাকলো সবার মনের মাঝে
বিজয় যখন নড়বড়ে হয়,টাইফুন আর টর্নেডো বয়
বিজয় তখন বর্ম পরে, দ্বিগুন তেজে লাঠি ধরে
বিজয় আসে দিকে দিকে,লাখো অসুর আড়ি পাতে ।।