হঠাৎ চলতে পথে
ফেরগুসন ভ্যালির গহীন অরণ্যে
মেঠো পথ আর মাটির গন্ধ
গহীনের বাঁশির সুরে মাদকতা
ডেকে নিয়ে যায় অরণ্যের গৃহে
ঝিঁ ঝিঁ পোকার ডাক আর অরণ্যের ছাদ ছুঁয়ে নীলাকাশ
ভুলিয়ে দেয় নগর গ্রাস
মন চাইছিলো অরণ্যের অন্তে মিতালি করি
গহীনের বাঁশির অনিকেত সুর শুধুই ডাকছিলো
তবু তাকে উপেক্ষা করে গৃহী
দাঁড়িয়ে রইলাম অনেকক্ষন
মাটির গন্ধ,ঝিঁ ঝিঁ পোকার ডাক
অরণ্যে হারিয়ে যাওয়ার বাসনা একান্তে অনুভব করলাম
বিচ্চুতি ঘটালো পথিক উৎকণ্ঠায়
আমিতো দিব্যি ছিলাম অনিকেত ঘোরে
আহা ফেরগুসন ভ্যালি
সবুজ উদ্যান একদিকে
ঠিক যেন সুইজারল্যান্ডের মিনি ভার্সন
অন্যদিকে গহীনের বাঁশির অনিকেত সুর
ডেকে শুধু যায় নির্মোহ মায়ায়।