গত ৩০শে মার্চ ২০২২, অস্ট্রেলিয়ার প্রধানতম অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলসের সংসদে অস্ট্রেলিয়ান সাংসদরা এবার বাংলাদেশের সম্মানে এই দিবসটি পালন করেন। ৩০শে মার্চ দুপুর ২টায় নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের এমপি শওকত মোসেলমেন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রোগ্রামে বাংলাদেশ কম্যুনিটির পক্ষ্য থেকে আয়োজক গামা আব্দুল কাদির ও টিটো সোহেল অতিথিদের স্বাগত জানান।
সংসদ ভবনের লাইরেরী হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে বক্তারা ২৩ বছর সংগ্রামী জীবন শেষে বাংলাদেশ তৈরিতে বঙ্গবন্ধু ও তার নেতৃত্বের অবদান, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, ভারতসহ রাশিয়ার সহযোগিতা, সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন। এসময় বক্তব্য রাখেন, সিডনির মেয়রের প্রতিনিধি কাউন্সিলর ইমেলডা ডেভিস, ক্যাম্পবেলটাউনের স্টেট এমপি গ্রেগ ওয়ারেন, রাশিয়ান দুতাবাসের কনসাল জেনারেল নিকোলাই ভিনোগ্রাদোভ, নেপালের কনসাল জেনারেল দীপক খাড়কা, ভারতীয় কংগ্রেসের সভাপতি মনোজ সিওরন, কলামিস্ট অজয় দাশগুপ্ত, বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম ও ডঃ শান্তি রোজারিও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার ও বাংলাদেশী কম্যুনিটির গন্যমান্য আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহন করে।
বাংলাদেশকে উপজীব্য করে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ও বাংলাদেশী কম্যুনিটির কাছে সম্মানজনক অনুষ্ঠানটি আরো প্রানবন্ত করে তুলে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী রাশনান জামান ও শাহানা চৌধুরী।