নববর্ষের ছোঁয়া

নববর্ষের ছোঁয়া

নতুন বছর প্রতি বছর,

ঘোরে ঘোরে আসে-

বিশ্বব্যাপী বাঙ্গালীরা,

প্রানখোলে হাসে ।

 

যাচ্ছে সবাই হিজল তলায়,

নববর্ষের মেলায়-

দলে দলে বেড়াবে সবাই,

চড়বে নাগর দোলায় ।

 

মেলা থেকে কিনবে খাঁজা,

কিনবে পাতার বাঁশি-

হরেক রকম খেলনা পেয়ে

থাকবে মুখে হাসি ।

 

খুশী মনে মেলায় গিয়ে,

গাইবে বাউল গান-

রঙিন ছবি, বায়স্কোপে

ভুলাবে সবার প্রান।

 

ভুলে যাবে শেষ বছরের

যত ছিল কালো-

মনের মাঝে রাখবো ধরে

যা করেছি ভাল।

 

যাদু শিল্পীর, আজব জাদু

চোখ ধাঁধানো ধোয়া-

বছর বছর ঘরে আসুক

নববর্ষের ছোঁয়া ।

hayatmamud

হায়াত মাহমুদ