তোমায় খুঁজি, অস্থিরতায়
মনের যত অপ্রাপ্তিতায়
তোমায় খুঁজি, মেঘলা দিনে
সব হারানো গহীন বনে
তোমায় খুঁজি, রাঙা ঊষায়
বুক বেধে এক নব নেশায়
তোমায় খুঁজি, নতুন আলোয়
শান্ত নিবিড় স্নিগ্ধ নিলয়।
তোমায় বলি, রবি ঠাকুরের গানের কথায়
যেতে রাজী তোমার সাথে নেবে যেথায়
তোমায় বলি, ঘাস ফড়িংয়ের চঞ্চলতায়
বাঁধন খুলে চিত্ত নাচুক বিহ্বলতায়
তোমায় বলি, কাশবনের ঐ নির্জনতায়
ক্ষণটুকু থাক অম্ল মধুর গোপনতায়
তোমায় বলি, কৃষ্ণচূড়ায় নয়নতারায়
সুবাস ছড়াক তোমার যত নতুন ছোয়ায়
তোমায় জানি, ঘুম ভাঙা সব নতুন দিনে
জীবন আমার পাক প্রতিবার নতুন মানে
তোমায় জানি, কর্মহীন এক অলস দুপুর
বাজিয়ে চলুক নিরন্তর এই রঙিন নূপুর
তোমায় জানি, নির্ঘুম তাও চপল রাতে
সময় টুকু শেষ না হওয়ার আকুতিতে।
তুমি আছ, চায়ের কাপের শেষ চুমুকে
বলার কিছু নেই বাকী আর সেই তোমাকে
তুমি আছো, রৌদ্র মাখা আলোর দিনে
আকাশ ছুয়ে আনব যত স্বপ্ন কিনে
তুমি আছ, বৃষ্টি ভেজা কাব্য দিনে
থাকবে জেগে জীবন চলার পূর্ণ মানে
তুমি আছ, সত্তা যুগল বক্ষে ধরে
থাকতে আমি চাই যে তোমার ছোট্ট নীঢ়ে।