ভিকারুন নিসা নূন এলামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিকারুন নিসা নূন এলামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ: স্থানীয় সময় গত ১৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় মাহবুবা খানম মুক্তা ও তাসরিনা নাহিদ তন্নীর উপস্থাপনায় ভিকারুন নিসা নূন এলামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান শুরুর পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তামিমা শাহরিন, অথৈ হাসান, প্রিয়াঙ্কা বিশ্বাস ও সাকিনা আকতার।
তারপর প্রজেক্টরে স্কুলের বর্তমান প্রিন্সিপাল ও ভিকারুন নিসা নূন এলামনাই বাংলাদেশের সভাপতি ও সাধারন সম্পাদকের বানী দেখানো হয়।
সংগঠনের সভাপতি ইফাত আঞ্জুম ও সাধারণ সম্পাদক ফারিজা সাবরিনা  শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রবীন্দ্র সঙ্গীত ও ফোক গান গেয়ে শোনান যথাক্রমে প্রিয়াঙ্কা বিশ্বাস ও অথৈ হাসান।
পুরানো দিনের স্মৃতি রোমন্থন করেন, প্রাক্তন ছাত্রী ফারহানা হাসান অভি, সোনিয়া মিয়ান, সোহেলা সিলভী, সুরঞ্জনা জেনিফার রহমান ও তার সহপাঠীরা।
বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষিকা সেলিনা চৌধুরী।   নজরুল গীতি পরিবেশন করেন তামিমা শাহরিন। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ইসরাত জাহান ও রুবিনা হক লোরা।
দলীয় নৃত্তে অংশ নেন গাজী তাসনুভা  দিতি, সুস্মিতা আহমেদ, ফারহানা হাসান অভি, সাকিনা আকতার।
সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের ট্রেজারার ফাদিয়া তাসনিম।
দলীয় সঙ্গীতে অংশ নেন তামিমা শাহরিন, অথৈ হাসান, সাকিনা আকতার ও আরো বেশ কজন প্রাক্তন ছাত্রী ।
তারপর কেক কাটা,  ছবি তোলা ও সবশেষে রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।