অনেক গল্প-কথার অবসান করে অবশেষে গত ১৫ মার্চ ২০১৮ সন্ধ্যায় বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকার ও শব্দসৈনিক শিমুল মুস্তাফা অস্ট্রেলিয়ায় মেলবোর্নে এসেছেন। তিনি কবিতায়নের আয়োজনে “শব্দরা কথা বলে” স্লোগানে মেলবোর্নের ক্লাইটন কমিউনিটি সেন্টারে আজ ১৭ই মার্চ ও ১৮ই মার্চ দুটি আবৃত্তি সন্ধ্যার উপহার দিবেন। যারা টিকিট পাননি আজকের সন্ধ্যায় তারা আগামীকালও কবিতা সন্ধ্যা উপভোগ করার সুযোগ পাবেন।