প্রেস বিজ্ঞপ্তিঃ
সম্মানিত অস্ট্রেলিয়া বসবাসরত কৃষিবিদ ভাই ও বোনেরা
আমরা অতীব আনন্দের সাথে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, অস্ট্রেলিয়া আপনাদের দের কে নিয়ে আগামী ২৯ শে জুলাই, রোজ রবিবার একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছে। উক্ত সভায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স উপস্থিত থাকবেন।
আসন্ন এই সভায় উপস্থিত থাকার জন্য আপনাদের সকল কে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই সভা সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি।
সভার বিস্তারিত কর্মসূচি নিম্নে দেয়া হলো:
সভার স্থান: Bonolota Fine Dine, 2a/23-25 Fredric Street, Rockdale, NSW 2216
সভার সময়: বিকাল ৩:৩০ ঘটিকা
সভার আলোচ্যসূচি:
১. রেজিস্ট্রেশন ও বৈকালিক চা চক্র
২. সদস্যদের পারস্পারিক কুশলাদি বিনিময়
৩. সভাপতির স্বাগত বক্তব্য
৪ মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সংবর্ধনা
৫. সদস্যদের সংক্ষিপ্ত আলোচনা: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, অস্ট্রেলিয়া এর অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মসূচি
৬. মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর বক্তব্য
৭. সভার সমাপ্তি ও নৈশভোজ
ধন্যবাদান্তে,
কৃষিবিদ ডঃ আবদুস সাদেক ( সভাপতি)
কৃষিবিদ পরমেশ ভট্টাচার্য (সাধারণ সম্পাদক)