সিডনিতে বাংলাদেশি নারীদের মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি নারীদের মিলনমেলা

কাউসার খান:অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল বাংলাদেশি নারীদের মিলনমেলা। গত ২০ অক্টোবর সিডনির রকডেলের একটি ফাংশন সেন্টারে আয়োজন করা হয় এই মিলনমেলার। অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি নারীরাছুটে আসেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি নারী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগই অস্ট্রেলিয়ার বাংলাদেশি নারীদের ফেসবুক গ্রুপ ‘অজি বাংলা সিস্টারহুড’ মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত। এই মিলনমেলার আয়োজকও এই গ্রুপটি।

অনুষ্ঠানের শুরু থেকেই আড্ডায়  মেতে উঠেন সকলে। মধ্যাহ্ন ভোজনের পর ছিল গেম শো, লটারি এবং সম্মাননা প্রদান। পাশাপাশি সবাই মিলে কেক কেটে নাচ-গান করে অনুষ্ঠান মাতিয়ে রাখেন।স্মরণ করেন সদ্য প্রয়াত প্রিয়শিল্পী আইয়ুব বাচ্চুকে।আগামীতে অস্ট্রেলিয়ারঅন্য শহরেও এমন আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান
অসি বাংলা সিস্টারহুড গ্রুপের এডমিন জান্নাতুল ফেরদৌস।