আর নয় দূরে

আর নয় দূরে

কিছুটা বিচ্ছুরিত আলোর মত ছুটে আসলে
দোষ কী?
গতানুগতিক হৃদয়ের ভিড়ে একটু উঁকি দিলে ক্ষতি কী?
বুকের জমানো সুরে হেলান দিয়ে আকাশ দেখলে ক্ষতি কী?
হৃদয়ে গজান ভালবাসার অঙ্কুরে জল ঢাললে
দোষের কী?
হাজারো রঙ্গনের শাঁখে ফুলেদের জলসায়
প্রজাপতিদের নেমন্তন্যে জলসা বসলে খারাপ কী?
উদাস আকাশের রিমঝিম রোদে চুল শুকিয়ে
এলো খোঁপায় বকুলের মালা গুঁজে গুনগুন করে
অপেক্ষার গান বাঁধলে সে আসবেই,
আজ আর নয় দূরে
এসো জীবনের হিসাব করি ভাগাভাগি
তোমার চোখ হয়ে আমি জাগি।
কলম কৃষাণী কনক

কাজী কনক সিদ্দিকা (ঢাকা থেকে)