অস্ট্রেলিয়ার ক্রিকেটের উন্নয়ন একদিনে হয়নি। এইখানে একজন ক্রিকেটার হতে হলে তাকে শুরু করতে হয় যখন তার বয়স ৯-১০ এর কাছাকাছি থাকে। প্রথমে এই ক্ষুদে বালক গুলো একটি জেলার ছোট ছোট ক্লাবগুলোতে খেলা শুরু করে। ক্লাব গুলো আয়োজন করে ১০ বছর, ১২ বছর এর ক্রিকেটারদের নিয়ে বছর ভিত্তিক টুর্নামেন্ট। প্রাথমিক বাছাই শুরু হয় এই টুর্নামেন্ট থেকে। এই টুর্নামেন্ট এ দুই তিন বছর খেলার পর বাছাই শুরু হয় জুনিয়র ( ১৫ বছরের নিচে) ক্রিকেটারদের নিয়ে একই ভাবে জেলা ভিত্তিক টুর্নামেন্ট।
জেলা ভিত্তিক খেলা শেষে , রাজ্য ভিত্তিক দলে ডাক পড়ে বছরের সেরা বলার, ব্যাটসম্যান, কিপার, ফিল্ডার দের। দেশের সমস্ত বিজ্ঞ কোচগুলোর চিল এর দৃষ্টি পড়ে থাকে এই ক্রিকেটারদের উপর। বছর যেতে না যেতেই তাদের ডাক আসে জাতিয় দলে। শুরু হয়ে যায় তাদের পরিচিতি সারা পৃথিবী জুড়ে।
মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং কিম্বা শ্যেন ওয়ারন এর মতো জগত বিখ্যাতদের পিছনের দিনগুলো ছিল অনেকটা একই রকম এবং ছিল অনেকদিনের সাধনা । সবাই ছিল একদিন ক্ষুদে ক্রিকেটারদের একজন।