নিজস্ব প্রতিনিধিঃ প্রতি শনিবার নিউ সাউথ ওয়েলস সরকার পরিচালিত দ্য স্যাটার ডে স্কুল অব কমিউনিটি ল্যাংগুয়েজে নিজস্ব ভাষায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়ে থাকে। গত ২০১৫ সল্ পর্যন্ত ডাল উইচ হিলস ও লিভারপুল স্কুলে বাংলা ভাষার শিক্ষার্থীদের বাংলা ভাষায় ক্লাস নেয়া হত। কিন্তু ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় ২০১৬ থেকে ডাল উইচ হিলস বাংলা স্কুলের কার্যক্রম সরকারিভাবে বন্ধ হয়ে যায় । বাংলা প্রসার কমিটি ও অভিবাবকদের দীর্ঘ প্রচেষ্টার পর লিভারপুল স্কুলে ১৭ জন ছাত্র-ছাত্রী দিয়ে বাংলা কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে।
গত রবিবার ৪ই সেপ্টেম্বর সকাল ১০:০০টায় ড: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আবুল সরকারের পরিচালনায় বাংলা প্রসার কমিটি ইন্ক্ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলে ( সিডনির মিন্টোস্থ দ্য গ্রানজ পাবলিক স্কুল প্রাঙ্গণে) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দ্য স্যাটারডে স্কুল অব কমিউনিটি ল্যাংগুয়েজ স্কুল ও ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সম্পাদক রিপোর্ট পেশ করেন আবুল সরকার। এরপর ড: রফিকুল ইসলাম কমিটির সকল সদস্যকে কৃতজ্ঞতা প্রকাশ ও উপস্থিত সকলকে ধন্যবাদ প্রস্তাব দিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার জনাব আব্দুল জলিল কে আবেদন করেন।
নির্বাচন কমিশনার জনাব আব্দুল জলিল , নির্বাচন শেষে বাংলা প্রসার কমিটির ২০১৬-১৮ সালের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। সদস্যরা হলেন, সভাপতি পদে ড. রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ আব্দুল সাত্তার , সাধারণ সম্পাদক সেলিমা বেগম , সহ সাধারণ সম্পাদক- এ এইচ এম জি কিবরিয়া, কোষাধ্যক্ষ ড.আনোয়ারুল ইসলাম বকশী, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রুমানা আহমেদ সিদ্দিকী ।
কমিটিতে সদস্য হয়েছেন আবুল সরকার, তানজিনা সামিয়া নাসরিন, মিসেস হাসিনা আক্তার মিনি, মাসুদ হোসেইন মিথুন ।
এছাড়াও সেন্টার কোঅর্ডিন্যাটোর হিসেবে কাজী আশফাকুর রহমান কে কমিটিতে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।