দিগন্তের আয়োজনে অস্ট্রেলিয়ায় প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে প্রতিভা অন্বেষনের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

দিগন্তের আয়োজনে অস্ট্রেলিয়ায় প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে প্রতিভা অন্বেষনের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

প্রতিভা অন্বেষনের উদ্দেশ্য নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে প্রেরণা দিতে এক প্রতিযোগিতার আয়োজন করেছেন অস্ট্রেলিয়া ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন দিগন্ত’ ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ এ প্রতিযোগিতার আয়োজন করে।এর আগে গত পহেলা অক্টোবর সিডনির ব্যাংকসটাউন সিনিয়র সিটিজেন সেন্টারে প্রতিযোগীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্ব শেষে মোট ২১ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ থেকে আসা চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও কণ্ঠশিল্পী কনা। নতুন প্রজন্মকে উৎসাহ দিতে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বেও অংশ নেন তারা।

গ্রূপ-এ গানে ঈপ্সিতা প্রথম। ইশান দ্বিতীয়। আদ্রিতা তৃতীয়।

গ্রূপ এ নাচে প্রথম হয়েছে সুমায়লা। দ্বিতীয় রিতি। তৃতীয় নুসাবা।

গ্রূপ বি গানে – নাবিলা ও ফাবিহা প্রথম। রাসনান ও স্নেহা দ্বিতীয়। নীলাদ্রি ও সুদীপ্ত তৃতীয়।

গ্রূপ বি নাচে- প্রথম সামারা ও সৃষ্টি। দ্বিতীয় নিটোল। তৃতীয় অরণা।

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের ট্রফি ও অংশ নেওয়া সব প্রতিযোগীদের সনদ দেওয়া হয়।

আয়োজকদের মধ্যে চিত্রনায়ক ফেরদৌস এবং ডাঃ ফারজানা ইউসুফ লিটা আগামীতে দিগন্তের এই আয়োজন আরও ব্যাপক আকারে করার আশ্বাস দিয়ে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।