নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ অক্টোবর ২০১৯ রোজ রবিবার অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে। সিডনীর সাউথ ওয়েষ্ট এলাকার অন্যতম বৃহত্তম এ সংগঠনের আর্থিক সদস্য সংখ্যা প্রায় সাতশ’। সংগঠনটি ঈদের জামাত, সহীহ কুরবানীর ব্যবস্থা, যাকাত সংগ্রহ, তারাবীহ জামাতসহ কমিউনিটির বিভিন্ন কল্যানমূলক কর্মসূচি দীর্ঘদিন যাবত অত্যন্ত সাফল্যের সাথে করে আসছে। বার্ষিক সাধারন সভাটি হবে ১৩-১৭ ঈগেলভিউ রোড মিন্টোস্থ নিজস্ব ভবনে সকাল ১১টায়।
অনুষ্ঠান সূচী থেকে জানা যায় সকাল ১১ টা থেকেই রেজিস্ট্রেশন শুরু হবে। সংগঠনের আর্থিক প্রতিবেদন পেশ করবেন কোষাক্ষ্য জনাব জাহিরুল ইসলাম এবং সাধারন সম্পাদক ড. আনিছুল আফছার বার্ষিক প্রতিবেদন ও নতুন প্রজেক্ট এর বিশদ বিবরন পেশ করবেন। সভাপতি জনাব গোলাম কিবরিয়া সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্য়ক্রম সমাপ্তির পর দুপুরের খাবার পরিবেশন করা হবে। সাধারন সম্পাদক ড. আনিছুল আফছার সংগঠনের আজীবন ও আর্থিক সদস্য-সদস্যাদেরবার্ষিক সাধারন সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন । আগামীতে এ সেন্টারে বহুমাত্রিক কার্যক্রম সম্পাদনের জন্য বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল একটি প্রজেক্টের অনুমোদন করেছেন। এ প্রজেক্টের জন্য কমিউনিটির সকর স্তরের হতে সহযোগিতার আশা ব্যক্ত করেছেন ড. আনিছুল আফছার।