কাজী আশফাকুর রহমান :গত ২৬শে মার্চ রবিবার ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালন করে। বাংলা স্কুলের শ্রেণী কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী,শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শুরুতে ২৫শে মার্চের কালো রাত রাত সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন স্কুলের শিক্ষিকা মিসেস নাসরিন মোফাজ্জল।মুক্তিযুদ্ধে নিজের অভিজ্ঞতার বর্ননা দেন মিসেস মিলি ইসলাম। ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণা আর মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট সহজ ভাষায় শিশুদের বুঝিয়ে বলেন মিসেস রুমানা সিদ্দিকী। এই পর্বটি সমন্বয় করেন স্কুলের অধ্যক্ষ মিসেস রোকেয়া আহমেদ।
দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান ও আবৃত্তি পরিবেশন করে এই পর্যায়ে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। পুরো পর্বটি পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের নির্বাহী কমিটির সদস্য জনাব মাসুদ হোসেন মিথুন। তবলায় সংগত করেন দক্ষ তবলাবাদক জনাব বিজয় সাহা।
পরিশেষে সবার মধ্যে হালকা খাবার এবং পানীয় পরিবেশন করা হয়।মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বাংলা ভাষাভাষী ছেলেমেয়েদের মাঝে মাতৃভাষা আমাদের নিজস্ব সংস্কৃতি প্রসারে বদ্ধপরিকর।