বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে এএনজেড স্টেডিয়ামে ‘আমি তোমার পিতা’ (আই অ্যাম দাই ফাদার) শিরোনামের নাটকটির মঞ্চায়ন হয়।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় এত বড় একজন নেতার ভূমিকায় অভিনয় করতে পেরে। আমার জীবনের সেরা ঘটনার একটি এটি।’
ফেসবুকে নাটকের কিছু স্থিরচিত্র শেয়ার করে রোববার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও দর্শকদের ধন্যবাদ জানান এ নায়ক। মন্তব্যের ঘরে অনেকেই শুভর অভিনয়ের প্রশংসা করেন।
১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে প্রায় ১৭ মিনিট জাতির উদ্দেশে ভাষণ দেন। নাটকটিতে ছিল সেই ভাষণ। যার কিছু অংশ ধারণ করে ইউটিউবে আপ করেন এক দর্শক।
পথ প্রোডাকশনের পরিচালনায় নাটকটিতে শুভর সঙ্গে অভিনয় করেন অস্ট্রেলিয়ায় বসবাসরত স্থানীয় বাঙালিরা। বৈশাখী আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়ন হয় ‘আমি তোমার পিতা’। ( নতুনসময়.কম)