সিডনিতে মাইলস’ এবং ওয়ারফেজ’-এর চ্যারিটি কনসার্ট আয়োজনে লিসেন ফর”  

সিডনিতে মাইলস’ এবং ওয়ারফেজ’-এর চ্যারিটি কনসার্ট আয়োজনে লিসেন ফর”  

সিডনিতে মাইলস’ এবং ওয়ারফেজ’-এর চ্যারিটি কনসার্টসিডনিতে মাইলস’ এবং ওয়ারফেজ’-এর চ্যারিটি কনসার্ট আয়োজনে লিসেন ফর”

কাজী সুলতানা সিমি : লিসেন ফর’-এর আয়োজনে সিডনীতে বাংলাদেশের দুঃস্থ ও পথ শিশুদের সাহাযার্থে মাইলস’ এবং ওয়ারফেজ’ করতে যাচ্ছে একটি চ্যারিটি কনসার্ট।  আসছে ১লা অক্টোবর ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর সাইন্স থিয়েটারে লিসেন ফর’ আয়োজন করতে যাচ্ছে এই সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশ নাইট ২০১৬”। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় থাকবেন এসময়য়ের জনপ্রিয় উপস্থাপিকা লাস্ক ফটোতারকা মুনমুন।  আরও থাকছে ডি জে রাহাত-এর পরিবেশনা। মাইলস’ এবং ওয়ারফেজ’এর এই জমজমাট সঙ্গীত সন্ধ্যার অপেক্ষায় রয়েছে সিডনী প্রবাসী বাংলাদেশীরা। টিকেট ও বিস্তারিত তথের জন্য deshievents.com.au ওয়েব সাইটে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠানটির সার্বিক বাবস্থাপনায় থাকছে লিসেন ফর’ এবং সহযোগিতায় আছে বাংলাদেশের সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটো”। পাশাপাশি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে লিসেন ফর’ এর সাথে  থাকছেন এ এন জেড প্রপার্টিজ অস্ট্রেলিয়া। প্রসঙ্গত লিসেন ফর’ এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় দাতব্য উদ্দেশে। সেভ দ্যা চিলড্রেন’ বাংলাদেশ এর পাশাপাশি এবার তাদের সাহায্যর পরিধিতে রয়েছে সুবিধা বঞ্চিত অজ পাড়াগাঁয়ের একটি বিদ্যালয়।

উল্লেখ্য যে গত ১৫ই মে ২০১৫ থেকে লিসেন ফর সংগঠনটির এর যাত্রা শুরু হয়। দুঃস্থ শিশুদের সাহাযার্থে সংগঠনটি কাজ করার লক্ষে গতবছর ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এ থেকে অর্জিত সমস্ত অর্থ দিয়ে ৫ জন দুঃস্থ শিশুকে সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। বাংলাদেশী শিশুদের অধিকার সংরক্ষণ, শিশুশ্রম নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান সহ যাবতীয় মৌলিক চাহিদা গুলো আদায় করণের লক্ষে মূলত লিসেন ফর’ কাজ করবে।

উল্লেখ্য যে, এর প্রস্ততি পর্বে এ এন জেড প্রপার্টিজ-বাংলাদেশ নাইট ২০১৬” এর এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল গত ৯ই মে রোববার স্থানীয় লাকাম্বা ক্লাবে। ৬ সদস্য বিশিষ্ট লিসেন ফর’ সংগঠনটির এ এন জেড প্রপার্টিজ-বাংলাদেশ নাইট ২০১৬ এর প্রেস কনফারেন্স এ স্থানীয় সকল সাংবাদিক, সম্পাদক, মিডিয়া বাক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে ইমন ও শুভ সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও লিসেন ফর’ এর উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।