একুশে একাডেমির বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি নির্বাচিত

একুশে একাডেমির বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি নির্বাচিত

একুশে একাডেমী - আগামী ২০১৮-২০২০ সালের জন্য ১৩ সদস্যের নতুন পুর্নাঙ্গ কমিটি

প্রেস বিজ্ঞপ্তি :একুশে একাডেমী, এই অস্ট্রেলিয়ার বাংলা ভুবনের সবচেয়ে বড় ও সবচেয়ে সমৃদ্ধশালী পুরনো সংগঠন। প্রশান্ত পাড়ের একমাত্র স্থায়ী স্থাপনা শহীদ মিনারটি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনুমেন্ট) স্থাপন করে এই সংগঠনটি অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙ্গালী সমাজের চিরস্থায়ী সম্মানের জায়গা দখল করে রেখেছে। সেই সাথে গত ২১বছর ধরে টানা একই স্থানে বই মেলা’র আয়োজন করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সংগঠনটি। শুধু তাই না, ঐক্যবদ্ধভাবে এক ব্যানারে কাজ করা রেকর্ড তৈরি করে সিডনির সাংগঠনিক ভুবনে একটি সামাজিক দৃস্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এরকম একটি সংগঠনের সদস্য হওয়া যেকোনো প্রগতিশীল ব্যক্তির অন্যতম চাওয়া। তাই একুশে একাডেমীর বার্ষিক সভা ও পরিবর্তন সিডনির টক অব দ্য টাউন বরাবরের মতোই।

গত ১৬ই সেপ্টেম্বর বেলমোরের হলে অনুষ্ঠিত বার্ষিক সধারন সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের চার বছরের সাধারন সম্পাদক কবি লরেন্স ব্যারেল ও আর্থিক রিপোর্ট পেশ করেন অর্থ বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংগঠনের দীর্ঘ দিনের সহযোদ্ধা ও সভাপতি ডাঃ আব্দুল ওয়াহাব। তাঁর বক্তব্যের মাধ্যমে গত কমিটি বিলুপ্ত করে একটি নতুন কমিটি নির্বাচনের দ্বায়িত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার ডঃ কাউয়ুম পারভেজ ও সহকারী নির্বাচন কমিশনার পিয়াসা বড়ুয়াকে। সর্বস্মমতিক্রমে আগামী ২০১৮-২০২০ সালের জন্য ১৩ সদস্যের নতুন পুর্নাঙ্গ কমিটি নির্বাচিত হয়। ডঃ স্বপন পালকে সভাপতি ও জন্মেজয় রায়কে সাধারন সম্পাদক করে নতুন কমিটির অন্যান্য সভ্যরা হচ্ছেন, সহ-সভাপতি আল নোমান শামীম, সহ-সাধারন সম্পাদক রওনক হাসান, অর্থ সম্পাদক বুলবুল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আশিক সুজন, প্রকাশনা সম্পাদক মুনিরা হক, সাধারন সদস্যরা, নেহাল নেয়ামুল বারী, ডাঃ আব্দুল ওয়াহাব, মফিজুল হক, আব্দুল মতিন, অভিজিত বড়ুয়া, সুধীর চন্দ্র মন্ডল।