সিডনীতে বিজয় দিবসের উদ্যোগে বাংলামেলা’র সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

সিডনীতে বিজয় দিবসের উদ্যোগে বাংলামেলা’র সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

 

ডিসেম্বরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে আমরা বাংলাদেশী’ শ্লোগান নিয়ে আগামী ২০ শে ডিসেম্বর এবারের বাংলামেলা’ আয়োজিত হতে যাচ্ছে সিডনির অয়েলী-পার্ক এর সবুজ খোলা প্রান্তরে। গত ১২ই অক্টোবর সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিডনীর স্থানীয় হোটেল বনফুল  রেস্টুরেন্টে  আয়োজন করে এই মিট দ্যা প্রেস’ বা সাংবাদিক সম্মেলন। আমরা বাংলাদেশী’  সংগঠনের পক্ষে এবারের মেলাকে সামনে রেখে ব্যাতিক্রম ধর্মী এই সংগঠনের কার্যক্রম ও বিজয় দিবসের জন্য বাংলা মেলার’ কর্ম পরিকল্পনা নিয়ে সিডনির লোকাল মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেছেন ও মত বিনিময় করেছেন আয়োজকেরা। আয়োজকদের পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অষ্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী আবদুল্লাহ। উল্লেখ্য যে আগামী ২০ শে ডিসেম্বর বাংলামেলা’র তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ন অবানিজ্যিক ও মুনাফা ছাড়াই এই বাংলামেলা আয়োজিত হয় শুধু মাত্র বাংলা সংস্কৃতি ও কৃষ্টি বিকাশের প্রয়াসে। এ প্রসঙ্গে শিবলী আবদুল্হা বলেন, বাংলামেলা মানে বাংলা শব্দটির অবাধ অনুশীলন। যত বেশি বাংলা শব্দটি উচ্চারিত হবে বিশ্ব পরিসরে বাংলাদেশের নাম ততো বেশি পরিচিতি বাড়বে। এ জন্য প্রয়োজন সবার সমান সহযোগিতা। সারা পৃথীবিতে আমরা এক নজির সৃষ্টি করব যেখানে থাকবে না কোন পার্থক্য, এটা সকল বাংলাদেশীর প্লাটফর্ম। আমরা সবাই এর অংশিদার। জনাব শিবলী আবদুল্লহ দল মত নির্বেষেশে বাংলাদেশ কমিউনিটির সাথে অন্য বিদেশী সংগঠনের কমিউনটির সাহায্য নিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এবারের মেলায় বিজয় দিবসের বিশেষ আয়োজন থাকবে বলে তিনি জানান। বলাবাহুল্য এ মেলায় কোন প্রবেশ মূল্য রাখা হয়না এবং পার্কিং সুবিধা রয়েছে পর্যাপ্ত।
এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডনির অনলাইন পোর্টাল বাংলা-সিডনী’র সম্পাদক আনিসুর রহমান,  বাংলা বার্তা প্রধান সম্পাদক আসলাম মোল্লা,  এনটিভি প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবন,  বিদেশ বাংলার প্রধান সম্পদাক আবদুল মতিন,  এনটিভি হেড অব কর্পোরেট সায়মন সারোয়ার,  আপডেট বিডি নিউজ এর সহকারী সম্পাদক আছিফুল রিসাব, যমুনা টিভির অষ্ট্রেলিয়ার সাংবাদিক হাসান তারেক,  বিদেশ বাংলা টিভির পরিচালক রহমত উল্লাহ, মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম, নবধারা সম্পাদক আবুল কালাম আজাদ এবং সুপ্রভাত সিডনীর প্রতিনিধি। নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

(কাজী সুলতানা শিমি, ১৪ অক্টোবর ২০১৫)